নিজস্ব প্রতিবেদক :
ঢাকার কেরাণীগঞ্জে দক্ষিণ ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৯ মার্চ) রাতে উপজেলার মডেল থানার জিনজিরা ছাটগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কেরাণীগঞ্জ মডেল থানার মাদারীপুর এলাকার মৃত হাজী আবু শহিদ এর ছেলে আবু তাহের (২১) ও দক্ষিণ কেরাণীগঞ্জের চরকুতুব এলাকার মোঃ সফি মিয়ার ছেলে মোঃ মহিউদ্দিন (৪২)।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান এর নির্দেশনায়, দক্ষিন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ পুলিশ-পরিদর্শক (নিরস্ত্র) মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে উপ-পরিদর্শক (নিরস্ত্র) আব্দুল বাছেদ এর সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিণ ডিবি টিম গোপন সংবাদের ভিত্তিতে জিনজিরা ছাটগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থ প্রক্রিয়াধীন। আসামী আবু তাহের এর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।