নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার পালামগঞ্জ এলাকায় ভ্যান চালককে ছুরিকাঘাতের মামলায় প্রধান দুই আসামী মোঃ রবিন (২০) ও তার বাবা মোঃ কামাল হোসেন (৪৫)কে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। রোববার (৯ মার্চ) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ মার্চ সন্ধ্যায় ভ্যান চালক সোহাগের সাথে দোকানে মালামাল তোলা নিয়ে কামাল ও তার ছেলে রবিনের সাথে বাকবিতণ্ডা ঘটনা ঘটে। একপর্যায়ে রবিন ধারালো ছুরি দিয়ে ভ্যানচালক সোহাগের পিঠে আঘাত করলে ভ্যান চালক গুরুতর আহত হয়। পরে আহত সোহাগের বাবা আজাহার সরদার দোহার থানায় একটি মামলা দায়ের করেন। এরই সূত্র ধরে দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলমের নির্দেশে তথ্য প্রযুক্তির সহায়তায় দোহার থানা ওসি মোঃ রেজাউল করিমের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে রোববার দিবাগত রাতে উপজেলার পালামগঞ্জ থেকে প্রথমে মামলার ২নং আসামী কামালকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে মানিকগঞ্জ থেকে প্রধান আসামী শেখ রবিনকে গ্রেপ্তার করে দোহার থানা পুলিশ।
এ বিষয়ে দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম বলেন, ঘটনার এক সপ্তাহের মধ্যে মামলার দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।