নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল আলিম (৩৮) নামের এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। শনিবার (৮মার্চ) সকালে উপজেলার মইতপাড়া রুইথা এলাকায় এ ঘটনা ঘটে। আহত আলিম উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মইতপাড়া গ্রামের সোবাহান মোড়লের ছেলে।
এ ঘটনায় আহতের স্ত্রী সোনিয়া আক্তার বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে দোহার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
থানায় অভিযোগের সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে শনিবার সকালে আব্দুল আলিমের সাথে লুৎফর খানের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে মিলন খান ও ওহাব ফকিরের হুকুমে ৪/৫ জনের একটি দল দেশীয় অস্ত্র দিয়ে আব্দুল আলিমের উপর হামলা করে। এ সময় সোহেল খান দা দিয়ে আব্দুল আলিমকে কোপ দিলে ঘটনাস্থলে আলিম মাটিতে লুটিয়ে পড়ে।
পরে অন্যরা তাকে এলোপাতারি পিটিয়ে আহত করে। এ সময় আলিমের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ ঘটনায় আহতের স্ত্রী সোনিয়া আক্তার বাদি হয়ে দোহার থানায় সোহেল খান, সিফাত খান, লুৎফর খান, মিলন খান এবং ওহাব ফকির সহ অজ্ঞাত ৩/৪ জনের নামে দোহার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে জানতে সোহেল খানের নাম্বারে ফোন দেয়া হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম বলেন, এ ঘটনায় উভয় পক্ষের দুইজন আহত হয়েছেন এবং থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।