রিপন মোল্লা :
ঢাকার দোহার উপজেলায় “শিলাকোঠা বেপারী ট্রাস্ট” এর উদ্যোগে ৫০০ অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৭ মার্চ) সকালে শিলাকোঠা ঈদগা মাঠে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় শিলাকোঠা বেপারী কল্যাণ ট্রাস্টের সভাপতি হাজী মোঃ বাশার বেপারী বলেন, আমরা দীর্ঘ ৫ বছর যাবত অসহায় ও হত-দরিদ্র পরিবারে মাঝে বিভিন্ন সহযোগিতা করে আসছি। আল্লাহর রহমতে আগামীতেও সব সময় আমাদের এই ট্রাস্টের উদ্যোগে অসহায়দের মাঝে সহযোগিতা করবো।
এ সময় উপস্থিত ছিলেন শিলাকোঠা বেপারী কল্যাণ ট্রাস্টের সভাপতি হাজী মোঃ বাশার বেপারী, সহ-সাধারন সম্পাদক মোঃ মোশারফ বেপারী, কোষাধ্যক্ষ মোঃ আরিফ বেপারী, সহ-কোষাধ্যক্ষ মোঃ আজিজুল হক শিপন বেপারী, উপদেষ্টা মোঃ নূরু মেম্বার বেপারী, মোঃ শহীদ বেপারী, মোঃ মিল্লাত বেপারী, মোঃ রিপন বেপারী, কায্যকরী পরিষদের সদস্য মোঃ আজিজ বেপারী, মোঃ মামুন বেপারী, মোঃ জাকির শরীফ, মোঃ রিপন মোল্লা, মোঃ আজাহার বেপারী, মোঃ মোতাহার বেপারী, মোঃ পান্নু বেপারী, মোঃ ইয়াছিন বেপারী, মোঃ শহীদ বেপারীসহ আরও অনেকে।