সিনিয়র প্রতিবেদক :
ঢাকা দোহার উপজেলায় ভ্রাম্যমান আদালতে অভিযানে ৬ টি মামলায় ১০ হাজার ৫০০ টাকা অর্থদন্ড করেছেন ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে উপজেলা মেঘুলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া তাবাসসুম বলেন, উপজেলার বাজার মনিটরিং কার্যক্রমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এবং দণ্ডবিধি ১৮৬০ আইনে ৬টি মামলায় ১০ হাজান ৫০০ টাকা অর্থদন্ড আদায় করা হয়। এ সময় কয়েকটি দোকানের গোডাউনে মজুদকৃত সয়াবিন তেল ন্যায্যমূল্যে উপস্থিত ভোক্তা সাধারনের মাঝে বিক্রয় করানো হয়।
তিনি আরও জানান, অভিযানে বিপুল পরিমান বিক্রয় নিষিদ্ধ পলিথিন জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। শত চ্যালেঞ্জের মাঝেও আমরা মনে করি জনগনই প্রশাসন ও জনসেবার জন্যই প্রশাসন। মোবাইল কোর্টের দন্ড প্রয়োগে সর্বোচ্চ বিচারিক মনোভাব ও অযাচিত জরিমানা আদায় না করার বিষয়ে আমরা সচেষ্ট বলেও জানান তিনি।