সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার মালিকান্দা ঝনকি এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে সরকারি দুই কোটি টাকা মূল্যের প্রায় ৩০ শতাংশ জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ সময় সেখানে থাকা ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বৃহস্পতিবার (৬ মার্চ) দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত দোহারের মালিকান্দা ঝনকি মৌজায় ১নং খাস হালট সরকারি সম্পত্তিতে অবৈধভাবে স্থাপনা তৈরি করে প্রায় ৩০ শতাংশ জায়গা অবৈধ দখলে রেখেছিল একটি চক্র। বৃহস্পতিবার দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ঐসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দেন। এতে সরকারের প্রায় দুই কোটি টাকা মূল্যের ৩০ শতাংশ জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো।
এ বিষয়ে দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ বলেন, সরকারি সম্পত্তি উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।