সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার বিলামপুরের ডাকাতির ঘটনায় লুন্ঠিত ৭ আনা ৩ রতি ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধারসহ মোঃ আলমগীর চোকদার (৩০) নামের আরও এক ডাকাতকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। বুধবার (৫ মার্চ) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন উপজেলার কুলছড়ি এলাকার দাদন চোকদারের ছেলে।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে ঢাকা জেলা দোহার সার্কেল এর সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারী-২০২৫ইং তারিখ রাত দেড়টার দিকে দোহার উপজেলার ৯নং বিলাসপুর ইউনিয়নের কুতুবপুর এলাকার মোঃ হানিফ শেখ (৩৩) এর বসত বাড়ীতে ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলায় ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান এর নির্দেশনায় ইতিপূর্বে গ্রেপ্তারকৃত ডাকাতদের দেয়া তথ্য মোতাবেক আরও ১ ডাকাতকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ।
এর আগে এই ডাকাতির ঘটনায় গ্রেপ্তারকৃত ৫ জন ডাকাতের মধ্যে ২ জন ডাকাত বিজ্ঞ আদালতে তাদের দোষ স্বীকার করে স্বেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।
ঢাকা জেলা দোহার সার্কেল এর সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম বলেন, বিলাসপুরের ডাকাতির ঘটনায় লুন্ঠিত ৭০ হাজার টাকা বাজার মূল্যের ৭ আনা ৩ রতি ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধারসহ মোঃ আলমগীর চোকদারকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত আসামীকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এই ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তার, লুন্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।