34 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

নবাবগঞ্জে আন্তঃ জেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ও ডাকাতিকৃত মালামালসহ আন্ত:জেলা ডাকাত চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। সোমবার (৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে তাদের উপজেলার সদর চৌরঙ্গী মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে এক প্রেস রিলিজের মাধ্যমে ঢাকা জেলা দোহার সার্কেল এর সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, মানিকগঞ্জ জেলা সিংগাইর উপজেলার সোনাডাংগা ভাগুলী এলাকার নাসির উদ্দিন এর ছেলে মোশারফ হোসেন ওরফে মুসা (২৯), মানিকগঞ্জের পূর্ব বাস্তা এলাকার ছবর উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), মানিকগঞ্জের সিংগাইর উপজেলা চরখালীয়া এলাকার মোহাম্মদ ইসলাম এর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩৭), সিংগাইর উপজেলা খাইলারচর এলাকার মোঃ তমেজ এর ছেলে ইসমাইল হোসেন (২৮), চক চান্দুর (ঢালী বাড়ি) এলাকার তোতা ঢালীর ছেলে মোঃ রবিউল ঢালী (২৭), একই এলাকার হাকিম ঢালীর ছেলে মোঃ তোতা ঢালী (৬২), ব্রাহ্মনবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার বারাইল এলাকার ইদন এর ছেলে মোঃ মোমিন (৩২), সদর উপজেলার চাঁনপুর এলকার মৃত নাসির মিয়ার ছেলে রাজীব মিয়া (২৫), ফরিদপুরের টেপাখোলা এলাকার মৃত-আবুল কাজী ছেলে কামরুল কাজী (২৮), নবাবগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকার আবতাজ উদ্দিন ব্যাপারী ছেলে সুজন ব্যাপারী (৩৫)।

প্রেস রিলিজে সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, আন্তঃ জেলা সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যরা দোহার-নবাবঞ্জের বিভিন্ন এলাকায় ডাকাতি করার জন্য ঘুরাফেরা করতেছে। এমন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ উপজেলা সদর চৌরঙ্গীতে চেকপোস্ট বসিয়ে ১টি ট্রাক, ৩টি খাসি ও দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হই।

গ্রেপ্তারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির সাথে সম্পৃক্ততা রয়েছে বলে স্বীকার করেন। পরে গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!