সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় শেখ রবিন নামের এক ছাত্রদল নেতার ছুরিকাঘাতে মোঃ সোহাগ (৩৮) নামের এক ভ্যানচালক গুরুতর জখম হয়েছেন। আহত সোহাগ উপজেলার জয়পাড়া বড় মাঠ এলাকার আজাহার সরদারের ছেলে। সোমবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পালামগঞ্জ কবরস্থান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার অভিযুক্ত শেখ রবিন রাইপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী বলে জানা গেছে।
আহত সোহাগের ভাই মামুন জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভ্যানচালক চালক সোহাগ রাইপাড়া ইউনিয়নের পালামগঞ্জ কবরস্থান সংলগ্ন মোঃ কামালের দোকানে মাল আনতে যায়। পরে সেখানে দোকানদার কামালের সাথে ভ্যানে মাল উঠানো নিয়ে সোহাগের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দোকানদার কামালের ছেলে রবিন ভ্যান চালক মোঃ সোহাগকে ছুরি দিয়ে পিঠে আঘাত করে। পরে আহত সোহাগের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত সোহাগকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহত সোহাগের ভাই মামুন বলেন, আমার ভাইয়ের উপর যে হামলা হয়েছে আমি এর বিচার চাই। আমি থানায় এসেছি অভিযোগ করতে।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত শেখ রবিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে বাড়িতে পাওয়া যায়নি। পরে তার মোবাইলে একাধিক ফোন দিলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়।
ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব বলেন, রবিন ছাত্রদলের কর্মী নয়। সুযোগ সন্ধানী লোক এবং তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রসাশনের প্রতি অনুরোধ জানান।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম বলেন, খবর পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতের পরিবারের লোকজনের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।