সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পন্যের মূল্য সহনীয় রাখতে ও বাজার মনিটরিং এর উদ্দেশ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (৩ মার্চ) দুপুরে জয়পাড়া বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানে অবৈধ ভাবে সয়াবিন তেল মজুদ ও সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২টি মামলায় ১৫ হাজার টাকা অর্থদন্ড করে তা আদায় করা হয়। পরবর্তীতে মজুদকৃত সয়াবিন তেল ন্যায্যমূল্যে উপস্থিত ভোক্তা সাধারনের মাঝে বিক্রয় করানো হয়।
এছাড়া দোহার পৌরসভার মার্কেট এলাকার যানজট রোধে ভ্রাম্যমান দোকান গুলো অপসারণ করে তাদেরকে ওয়ান ব্যাংক সড়কে স্থানান্তর করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।