সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের খানেপুর ইসলামিয়া ইবতেদায়ী মাদ্রাসার ২১ সদস্য বিশিষ্ট একটি উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে। এতে মোহাম্মদ আফসার উদ্দিনকে সভাপতি ও শেখ আহাম্মদ আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। রবিবার (২ মার্চ) মাদ্রাসা কক্ষে আয়োজিত এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম, মোঃ রফিক, মোঃ কাশেম আলী, শেখ রায়হান ও আনোয়ার হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া মোঃ শাহজদ্দিনকে কোষাধ্যক্ষ, মোঃ আব্দুল্লাহ হারুন, জাফর আহমেদ ও মোঃ রায়আন ইসলাম রাজুকে যুগ্ম সম্পাদক করা হয়েছে। আব্দুল মজিদকে দপ্তর সম্পাদক, মোঃ নাজমুল হোসেনকে প্রচার সম্পাদক ও মোঃ ইউসুফ মোল্লাকে সহ-প্রচার সম্পাদক করা হয়েছে।
এছাড়াও সামছুল ইসলাম মোল্লা, মোঃ লাল মিয়াকে কার্যনির্বাহী সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও করা হয়েছে। এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক মাদ্রাসার উন্নয়নে সর্বাত্মক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এজন্য তারা কার্যনিবাহী কমিটি সকল সদস্য ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা চেয়েছেন।