দানিচ খান জুয়েল, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যর সিনিয়র প্রতিনিধিঃ
নতুন করে আবারও আরো চারদেশের সাথে সরাসরি বিমান, জল ও স্থল যোগাযোগে ভ্রমন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সৌদি আরব ।২০ জুন রাতে এ ঘোষণা জারী করে সৌদির মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র।
দেশগুলো হলো ভারত,তুর্কিয়ে,ভিয়েতনাম ও ইথিওপিয়া। মূলত কভিড-১৯ করোনা মোকাবিলায় সর্তকতা অবলম্বন করতে এ ঘোষণা জারী করা হয়েছে।
এর আগে গত ৭ জুন ইন্দোনেশিয়া এবং এর আগে লেবানন, সিরিয়া,আফগানিস্তান, ইরান,সোমালিয়া, লিবিয়া, আরমেনিয়া, কংগো,বেলারুশ, ইয়েমেন ও ভেনেজুয়েলাসহ এগারোটি সৌদি নাগরিকদের ভ্রমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।