সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের দেশীয় তৈরী ২ শত ৮০ লিটার চোলাই মদ ও মদ তৈরির সরাঞ্জাম উদ্ধারসহ আব্দুল খালেক (৩০) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার শোল্লা ইউনিয়নের রুপারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে এক প্রেস রিলিজের মাধম্যে ঢাকা জেলা দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম সাংবাদিকদের এ তথ্য দেন। গ্রেপ্তারকৃত আসামী আব্দুল খালেক উপজেলার রূপারচর এলকার ইলাহি ওরফে এলাহি এর ছেলে।
প্রেস রিলিজ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান এর নির্দেশে অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাতিলঝাপ এলাকায় অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে শোল্লা ইউনিয়নের রুপারচর এলাকার মাদক ব্যবসায়ী শামীম এর বসত বাড়ী থেকে ২৮০ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন সরাঞ্জাম উদ্ধারসহ আব্দুল খালেককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে ঢাকা জেলা দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম বলেন, রুপারচর এলাকায় আমরা অভিযান পরিচালনা করে ২৮০ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন সরাঞ্জাম উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আমাদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদকের সাথে জড়িত ব্যবসায়ী পালিয়ে যায়। আমরা খুব শীঘ্রই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
এ সময় অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেছেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসিফ রহমান, ঢাকা জেলা দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মখর্তা মোঃ মমিনুল ইসলামসহ এসআই মোহাম্মদ শফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স অংশ গ্রহণ করেন।