দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ :
মানিকগঞ্জে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে দশটার দিকে শহরের ওয়ারলেস গেট এলাকা থেকে দারুল আজহার মডেল মাদরাসার উদ্যোগে র্যালিটি শুরু হয়।
এ সময় র্যালিতে মাদরাসার বিভিন্ন বিভাগের কয়েক শত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা অংশ নেন। এ সময় তারা ‘আহলান সাহলান, মাহে রমজান’ ‘দিনের বেলা হোটেল রেস্তোরা, বন্ধ করো করতে হবে’ ‘অশ্লীলতা বেহায়াপনা, বন্ধ করো করতে হবে’ শ্লোগান দেন।
র্যালীতে অংশ গ্রহণকারীদের হাতে রমজান মাসে সিনেমা হল বন্ধ, নিত্যপন্যের দাম কমানোসহ বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড ছিল। র্যালীটি বাসস্ট্যান্ড এলাকার সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ওয়ারলেস গেট এলাকায় মাদরাসার সামনে গিয়ে শেষ হয়।
এ সময় রমজানকে স্বাগত জানানোর র্যালী শেষে আয়োজকরা ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মাধ্যমে পবিত্র রমজান মাসের পবিত্র রক্ষা ও সিয়াম-সাধনায় নিজেদেরকে স্বাচ্ছাদিল ঈমানদার হিসেবে তৈরির আহবান জানান।