23 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫

জয়পাড়ার কালিমা চত্ত্বরের বাস স্ট্যান্ড সড়াতে ইউএনওর আল্টিমেটাম

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়া কালেমা চত্ত্বরের পাশে দোহার পৌরসভার রাস্তা অবৈধভাবে দখল করে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা জয়পাড়া পরিবহন ও ডিএনকে পরিবহনের অবৈধ বাসস্যান্ড সড়াতে বাস মালিকদের ১ মাসের আল্টিমেটাম দিয়েছে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে দোহার পৌরসভায় বাস মালিকদের সাথে এক সভায় দোহার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম বাস মালিকদের সাথে বৈঠকে এ নির্দেশনা প্রদান করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক জয়পাড়া কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, জয়পাড়া কালেমা চত্ত্বরের পাশ থেকে বাসস্ট্যান্ডটি সড়িয়ে সেখানে রাস্তার দুইধারে ফুটপাত দখল করে থাকা অটো গাড়ি পার্কিং এবং রাস্তার দুইপাশের হকারদের সড়িয়ে নিলে জয়পাড়া পূর্ব বাজারের যানযট কমে যাবে।

এ ব্যাপারে ডিএন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক হাবিব বলেন, ইউএনও স্যার আমাদেরকে ডেকে বাসগুলো এখান থেকে সড়িয়ে নিতে বলেছেন। আমরা এক মাসের সময় চেয়েছি। এ মাসের মধ্যে আমরা বাসগুলো সড়িয়ে নিবো।

এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাব্বাসুম বলেন, আমরা তাদেরকে বাসস্ট্যান্ড সড়িয়ে নিতে ১ মাসের আল্টিমেটাম দিয়েছি। তারা এক মাসের মধ্যেই বাসস্ট্যান্ড সড়িয়ে নিবে বলে জানিয়েছে।

এর আগে উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা মিটিংয়ে অবৈধ বাস স্ট্যান্ড সড়িয়ে পৌরসভার জায়গাটি দখলমুক্ত করতে আলোচনা করেন দোহারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর অনলাইন নিউজ পোর্টাল “রুপালী বাংলা নিউজসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে দোহারের জয়পাড়ায় অবৈধভাবে রাস্তা দখল করে জয়পাড়া পরিবহনের বাস স্ট্যান্ড শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মহলে শুরু হয় আলোচনা সমালোচনা। জয়পাড়ার কালিমা চত্ত্বরের বাস স্ট্যান্ড সড়াতে ইউএনওর ১ মাসের সময় বেধে দেওয়া প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দোহারের সুশিল সমাজসহ নানা জন।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!