রিপন মোল্লা :
আগামীকাল রাত পোহালেই ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাংলাবাজার বণিক সমিতির নির্বাচন। যা দীর্ঘ ১৭ বছর পর দলমত নির্বিশেষে সকলের অংশ গ্রহণের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিগত দিনে আওয়ামী লীগ সরকার থাকাকালীন সকলের অংশ গ্রহণমূলক নির্বাচন হয়নি। সে সময় তাদের ইচ্ছা অনুযায়ী পকেট কমিটি করে সকল কাজ করেছেন বলে জানিয়েছেন সকলে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে সরেজমিন ঘুরে দেখা যায়, এ নির্বাচনে বিভিন্ন পদে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। আগামীকাল ভোটের মাঠে বিভিন্ন প্রতীক নিয়ে সভাপতি পদে ৫ জন, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন, যুগ্ন-সাধারণ সম্পাদক পদে ৩ জন, কোষাধক্ষ পদে ২ জন ও প্রচার সম্পাদক পদে ২ জনসহ মোট ১৯ জন প্রার্থী লড়াই করছেন।
এছাড়াও সদস্য পদে ৫ জন এবং দপ্তর সম্পাদক ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় এই ৭ জন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। এ বাজার নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৫৫ জন।
হরিণ মার্কা প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদ প্রার্থী মোঃ ওমর ফারুক পিন্ট মোল্লা বলেন, আমি যদি এই নির্বাচনে জয়লাভ করতে পারি তাহলে আমি আমার নিজ অর্থায়নে এই বাজারে নলকুপ স্থাপন করে পানির ব্যবস্থা করবো।
তালাচাবী মার্কা প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদ প্রার্থী মোঃ উজ্জল খান বলেন, আমি ব্যবসায়ীদের জ্য বিগত সময় থেকে এই বাজারে কাজ করেছি। যদি এই নির্বাচনে সকলের সহযোগিতায় পাশ করতে পারি তাহলে ব্যবসায়ীদের ও বাজারের উন্নয়নে কাজ করবো।
কাপ-পিরিচ মার্কা প্রতীক নিয়ে যুগ্ন সাধারণ সম্পাদক পদ প্রার্থী মোঃ রকুনদ্দীন মাহমুদ বলেন, এই বাজারের সকলের মতামতের ভিত্তিতে আমি এ নির্বাচনে অংশ গ্রহন করেছি। সকলের সহযোগিতায় আমি জয়যুক্ত হবো এবং আমি নির্বাচনে বিজয়ী হলে এই বাংলাবাজারের উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
ফুটবল মার্কা প্রতীক নিয়ে কোষাধ্যক্ষ পদ প্রার্থী আবু নাঈম দোহারী বলেন, দীর্ঘ ১৭ বছর পর বাজারের সকল ব্যবসায়ীদের অংশ গ্রহণের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যা আওয়ামী লীগ সরকারের আমলে হয়নি। এ নির্বাচনে আমরা সকলে আনন্দিত। এ নির্বাচনে আমি জয়যুক্ত হতে পারলে আমি আমার সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে নিষ্ঠার সাথে ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করে যাবো। পাশাপাশি সকলের সহযোগিতায় আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
মাছ মার্কা প্রতীক নিয়ে কোষাধ্যক্ষ পদ প্রার্থী মোঃ আরবালী বেপারী বলেন, দীর্ঘ দিন পর এই বাংলাবাজারে নির্বাচন হতে যাচ্ছে। আমি নির্বাচিত হতে পারলে এই বাজারে সকল চাঁদা বাজা, সন্ত্রাস ও মাদকের বিরোদ্ধে রুখে দাড়াঁবো। যেন কেউ এই বাজারের ব্যবসায়ীদের কোন ক্ষতি করতে না পারে। ইনশাআল্লাহ আমি সকলের সহযোগিতায় এ নির্বাচনে বিপুল ভোটে পাশ করবো।