সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় আজাহার ইসলাম (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলার মালিকান্দা এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত আজাহার ময়মনসিংহ জেলার গোয়াতলা ইউনিয়েন রঘুরামপুর গ্রামের আবুল কাসেমের ছেলে।
নিহত আজাহার কেরানীগঞ্জের রোহিতপুরের রনজিৎপুর এলাকায় ভাড়া থেকে মাস্টার ফুড নামে একটি বেকারীতে ডেলিভারিম্যানের চাকরী করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে বেকারীর পণ্য ডেলিভারি দিতে দৈলতপুর থেকে মালিকান্দা যাচ্ছিলেন আজাহার। এ সময় একটি পিকআপ ওভারটেক করতে গিয়ে তার মালবাহী গাড়িকে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পরে ঘটনাস্থলেই মারা যায় আজাহার। এ সময় পিকআপ রেখেই পালিয়ে যায় গাড়ির চালক। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
এ বিষয়ে নবাবগঞ্জের পাড়াগ্রাম পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক মোঃ লুৎফর রহমান জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পিকআপটি জব্দ করা হয়েছে।