মানিকগঞ্জ থেকে দেওয়ান আবুল বাশার :
ছাত্রলীগ নেতাদের সমন্বয়ে নব-গঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা কমিটি বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীর সদস্যরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে ২ টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মানরা এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি থেকে ৭২ ঘণ্টার মধ্যে কমিটি বাতিল না করা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
নব-গঠিত কমিটির যুগ্ম সদস্য সচিব আশরাফুল ইসলাম রাজু বলেন, ছাত্রলীগ নেতা নাহিদ মনির ও আশিকসহ কমপক্ষে ২০ জন ছাত্রলীগ যুবলীগ নেতার সমন্বয়ে ৪২১ সদস্য বিশিষ্ট মানিকগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়। গত ২০ ফেব্রুয়ারি কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল। সরাসরি জুলাই-আগস্ট গণহত্যার সাথে জড়িতদের নিয়ে কমিটি ঘোষণার পরপরই আমরা ২৫০ জন সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করি। পাশাপাশি ওই কমিটি বাতিলের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেই। তারপরও কেন্দ্রীয় সমন্বয়করা কমিটি বহাল রেখেছেন। তাই বাধ্য হয়ে আজ ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছি। এখান থেকে আমরা কেন্দ্রীয় কমিটিকে ৭২ ঘন্টা সময় বেঁধে দিলাম। নির্ধারিত সময়ে বিতর্কিত ওই কমিটি বাতিল না করলে আগামীতে আরও কঠোর আন্দোলন পালন করা হবে।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ইসমাঈল হোসেন রুদ্র টাকার বিনিময়ে ছাত্রলীগকে পুনর্বাসিত করার হীন উদ্দেশ্যে এই পকেট কমিটি ঘোষণা করেছেন।
এ সময় নব-গঠিত কমিটির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ন সদস্য সচিব নাসিম খান, মেহরাব খান, সংগঠক কাউসার আহমেদ, সদস্য রাব্বি, শাকিল হোসেন, ফাহিম হোসেন, নাঈমুর রহমান আবির, ইয়ামিন, ইফতি আহমেদ, কাউসার মাহমুদ, মিজানুর রহমান জাহিদ, সোহেলসহ শতাধিক বিক্ষুব্ধ ছাত্র-সমন্বয়ক উপস্থিত ছিলেন।
অবরোধ শেষে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাসস্ট্যান্ড এলাকায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা বাস মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলামের মালিকানাধীন জাহিদ টাওয়ার ভাঙচুর করে তালা ঝুলিয়ে দেয়।