সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে দোহার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা।
এ সময় লিখিত এক বক্তব্যে শিক্ষার্থীরা অভিযোগ করেন, দোহারে গত বছরের ১৮ ও ১৯ জুলাই এবং ৪ আগষ্টে যারা আন্দোলন করেছে, পুলিশের হয়রানীর শিকার হয়েছে তাদের বাদ দিয়ে পকেট কমিটি করা হয়েছে। এ কমিটিকে আমরা মানি না। তাই এ কমিটিকে অবাঞ্ছিত ঘোষনা করা হল।
শিক্ষার্থীরা আরও দাবি করেন, আন্দোলনের সময় দোহারে কোনো সমন্নয়ক ছিলো না। কতিপয় ব্যক্তিরা স্বার্থ হাসিলের জন্য সমন্নয়ক দাবি করে কমিটি ঘোষণা দেয়।
এ সময় উপজেলা কমিটির বিলুপ্তির দাবি জানান তারা। দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচী দেয়া হবে বলে জানান শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি ২২৫ জনের নাম উল্লেখ করে দোহারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোরনের কমিটি ঘোষনা হয়।