নিজস্ব প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোঃ হুমায়ুন (৫৫) নামের এক কাঁচামালের ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারী) সকালে উপজেলার বাগড়া এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন উপজেলার বাগড়া এলাকার মোঃ আরশেদ আলীর ছেলে বলে জানা গেছে।
নিহতের স্ত্রী সুবাহ বেগম জানান, তাঁর স্বামী কাঁচামালের ব্যবসা করতেন। আজ সকালের দিকে মোটরসাইকেল চালিয়ে বাজারে আড়তের দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় বাড়ির পাশেই মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তাঁর স্বামী।
এ খবর পেয়ে প্রথমে তাঁরা তাঁকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পৌনে ১১টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ওই ব্যক্তির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।