সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় সড়ক দূর্ঘটনায় মোঃ মামুন লাল (২৮) নামের এ যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে উপজেলার নারিশা এলাকার মুজিবুর টেকনিক্যাল এর সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত মামুন লাল উপজেলার নারিশা ইউনিয়নের পশ্চিমচর এলাকার শেখ জয়ধরের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার নারিশা ইউনিয়নের মুজিবুর টেকনিক্যাল এর সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলে মামুন লাল ও মোটরসাকেলের পেছুনে থাকা অপর একজনসহ ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। পরে মামুন তরিগরি করে উঠে পেছুনে থাকা অপর ব্যক্তিকে উঠাতে গেলে হঠাৎ করেই মামুন মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃতু বলে ঘোষনা করেন।
পরে মামুনের মৃতদেহ বাড়িতে নিয়ে গেলে স্বজনরা তাকে জীবিত আছে বলে চিৎকার করে এবং দ্রুত তাকে ঢাকা নিয়ে যান। সেখানেও চিকিৎসকরা মামুনকে মৃত বলে ঘোষনা করেন।
এ বিষয়ে দোহারের শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুমন ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেনি।