নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার নবাবগঞ্জে ক্রয়কৃত জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তাভোগী সোনাহাজরা গ্রামের আব্দুল জলিল। বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকালে নবাবগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে আব্দুল জলিল বলেন, গালিমপুর মৌজার আরএস ১৬২৫ নং খতিয়ানভুক্ত আরএস ৩২৯৪ ও ৩২৯৫নং দাগে মোট ৫.২৫ শতাংশ জমি আমি ৯/৭/১৯৯১ তারিখে রেজিষ্ট্রীকৃত ২৭৮৪নং ও ২২/৪/২০১২ তারিখে ২৯৭১নং দুইখন্ড দলিল মূলে ক্রয় করে মালিক হইয়া ভোগদখলে আছি। এছাড়া আমি উক্ত জমি নামজারি করে হালনাগাদ খাজনাও পরিশোধ করেছি। আমার জমি পাশে গালিমপুর ইউনিয়ন পরিষদ। তারা আমার জমি দখল করতে পারে এ ধারনা করে আমি আদালতে মামলার করলে আদালত নিষেধাজ্ঞা জারি করেন। কিন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম গত ৮ ফেব্রুয়ারী রাতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে আমার ঘর ভেঙে আমাদের ইট, বালু, সিমেন্ট ব্যবহার করে নিজেরা আবার প্রাচীর নির্মাণ করেন।
এ সময় আব্দুল জলিল বলেন, ৩০ বছর ধরে আমি দখলে আছি। ওখানে ইউনিয়ন পরিষদের কোন জমিও নেই। যদি এটা ইউনিয়ন পরিষদের জায়গা হয় তাহলে তারা দিনের বেলা জমিটি দখল করলো না কেন। রাতে আধারে এসে জমি দখল করতে পায়তারা করতো না। আমি নিজের জমি ফেরত চাই।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম বলেন, ঐটা ইউনিয়ন পরিষদের জমি। যারা অভিযোগ করেছে তারাই রাতের আধারে ঘর তুলে জমিটি দখলের চেস্টা করেছিল। তাই সরকারি সম্পত্তি রক্ষার্থে অভিযান চালিয়ে ঘড়টি উচ্ছেদ করেছি। যারা সম্পত্তি দাবি করছে তারা এসিল্যান্ডের বরাবর আবেদন করলে কাগজপত্র দেখে তাদের সম্পত্তি মেপে বুঝিয়ে দেওয়া হবে।