রুপালী বাংলা নিউজ ডেস্ক :
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামে ধানক্ষেতে বিদ্যুৎ সংযোগ দিয়ে ইঁদুর মারার পাতা ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে পথচারী আবু বক্কর সিদ্দিক (৩০) নামের এক যুবক নিহত ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে আবু বক্কর সিদ্দিক নামের ওই পথচারী মসজিদ থেকে নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে ধানক্ষেতে এই দুর্ঘটনা শিকার হয়।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এলাকাবাসী আবু বক্করের মৃত্যু দেহ ধানক্ষেতে দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে মৃতদেহ উদ্ধার করে বাকেরগঞ্জ থানায় লাশটি নিয়ে আসে পুলিশ।
খোঁজ নিয়ে জানা যায়, পশ্চিম দুর্গাপুর গ্রামের কৃষক ফোরকান হাওলাদার ধানক্ষেতে বিদ্যুৎ সংযোগ দিয়ে ইঁদুর মারার জন্য ফাঁদ পাতেন। গত রাতে আবু বক্কর সিদ্দিক মসজিদ থেকে নামাজ শেষ করে রাতে বাড়িতে যাওয়ার পথে ধানক্ষেতে বিদ্যুৎ স্পর্শ হয়ে মারা যায়।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিদ্যুৎ স্পর্শ হয়ে নিহত আবু বক্কর সিদ্দিকের মৃতদেহ উদ্ধর করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইন অনুগত ব্যবস্থা নেয়া হবে।