সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় সোনালী রানী রাজবংশী (১৯) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) রাত সাড়ে আটটার দিকে উপজেলার নারিশা ইউনিয়নের মেঘুলা গোদাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী শ্রীকৃষ্ণ রাজবংশী (২৫) কে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে সোনালী রানী রাজবংশীকে তার স্বামীসহ শশুরবাড়ির লোকজন মানুষিক ও শারীরিক ভাবে নির্যাতন করতেন। এছাড়াও তার স্বামী শ্রীকৃষ্ণ তাকে বারবার মারধুর করতেন। এক পর্যায়ে এমন অত্যাচার সহ্য করতে না পেরে সোমবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ঘরের দরজা বন্ধ করে ফাঁশি দেয় সোনালী। পরে রাত সাড়ে নয়টার দিকে তার স্বামী ঘরের দরজা বন্ধ দেখে সোনালীকে ডাকাডাকি করে। এক পর্যায়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙ্গে সোনালীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা সাধনা রাজবংশী বাদী হয়ে দোহার থানায় একটি হত্যার প্ররোচনার অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম বলেন, নিহতের লাশ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার স্বামীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা প্রেরণ করা হবে। এ বিষয়ে দোহার থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।