সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় মৎস অফিস কর্তৃক ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ১৫৮ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকালে উপজেলার বিভিন্ন বাজার ও মাছের আরত থেকে এ জাটকা ইলিশ জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন বাজারে নিষিদ্ধ ঘোষিত অবৈধ ভাবে জাটকা ইলিশ ধরা ও বিক্রি করে আসছে এমন খবর স্থানীয় বিভিন্ন মিডিয়ায় সংবাদ আকারে প্রকাশ হলে বিষয়টি নজরে আসে। এর ধারাবাহিকতায় সোমবার সকালে উপজেলার মেঘুলা বাজারের মাছের আরত, নারিশা ও ফুলতলা বাজারের মাছের আরতসহ আরও বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে ১৫৮ কেজি জটকা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা ইলিশ উপজেলার বিভিন্ন মাদরাসা ও এমিখানায় বিতরণ করা হয়।
এ বিষয়ে দোহার উপজেলা সহকারী মৎস কর্মকর্তা মোঃ রফিকুল আলম বলেন, সকল থেকেই উপজেলার বেশ কয়েকটি বাজারে অভিযান পরিচালনা করে ১৫৮ কেজি নিষিদ্ধ ঘোষিত জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়েছে এবং প্রথমিক ভাবে জেলেদেরকে সর্তক করা হয়েছে। পরবর্তীতে কেউ জাটকা ইলিশ ধরা বা বিক্রি করলে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে। নিষেধাজ্ঞা চলাকলীন সময়ে জাটকা ইলিশ ধরা বা বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ১ নভেম্বর থেকে জাটকা ইলিশ ধরা বা বিক্রি করা নিষেধাজ্ঞা শুরু হয়েছে এবং আগামী ৩০ জুন পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে বড় আকারের ইলিশ ধরতে কোন বাধা নেই।