23 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫

মাওয়া এক্সপ্রেসওয়েতে পরপর ৫ যানের সংঘর্ষে আহত-২০ (ভিডিওসহ)

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে ট্রাক ও কাভার্ড ভ্যানসহ পরপর ৫টি যান-বাহনের সংঘর্ষে আহত হয়েছে অনন্ত ২০ জন। সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭ টার দিকে কামারখোলার এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে।

এ সময় ব্যস্ততম এই এক্সপ্রেসওয়েটিতে দেখা দিয়েছে যানজট। পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে বড় একটি কাভার্ড ভ্যান পেছন থেকে এসে সজোরে ধাক্কা দেয় একটি পিকাপের পেছনে এবং এর পেছেনে ইমাত পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাস এসে ধাক্কা দেয়। এতে গাড়ি ধীর গতি সৃষ্ট হয়। এর কিছুটা দূরে পূর্বাভা পরিবহনের আরেকটি বাসকে একটি ট্রাক ধাক্কা দিলে মূহুর্তের মধ্যে এই ৫টি যান দুর্ঘটনায় কবলিত হয়ে অনন্ত ২০ জন আহত হয়। এ সময় ঢাকামুখী লেনে যান চলাচল বিঘ্নিত হয়। সৃষ্টি হয় যানজট।

এ সময় দূর্ঘটনার খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল তাৎক্ষণিক এসে আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

হাসাড়া হাইওয়ের পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, ঘটনাস্থল থেকে একটি ট্রাক পালিয়ে গেলেও বাকি চারটি যান উদ্ধারের কাজ চলছে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!