সিনিয়র প্রতিবেদক :
চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ঢাকার ও নবাবগঞ্জে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও চুরসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম।
গ্রেপ্তারকৃতরা হলেন, দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মোস্তফা ডাক্তার (৪৩), উপজেলা আওয়ামী লীগের থানা কমিটির সদস্য মানিক শিকদার (৫৭), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুসুমহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন (৬০) এবং উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান অনল (৫২)।
অপরদিকে, নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি মোঃ আল-আমীন (৩০), নয়নশ্রী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জামাল (৪৫), বাহ্রা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান লিংকন (৫০), ডিএন কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল (২৩), বাহ্রা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইয়াসিন (৫৩) ও চিহ্নিত চোর দোহার উপজেলার মধুরচর গ্রামের হোসেন ফকিরের ছেলে মোঃ সাগর (২৩)।
এ বিষয়ে ঢাকা জেলা দোহার সার্কেল এর সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম বলেন, “অপারেশন ডেভিল হান্ট” অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সবাইকে আদালতে পাঠানো হয়েছে। এই অভিযান চলমান থাকবে।