নিজস্ব প্রতিনিধি ঃ
জনশুমারীতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন। এই শ্লোগানকে সামনে রেখে ১৫ থেকে ২১ জুন পর্যন্ত দেশব্যাপী চলছে প্রথমবারের মত ডিজিটাল জনশুমারী ও গৃহগননা-২০২২। এ জনশুমারী ও গৃহগননা আগামীকাল মঙ্গলবার এর শেষ দিন। এ সময় গণনা থেকে কেউ বাদ পড়লে নিকটস্থ পরিসংখ্যান অফিস অথবা ০৯৬০২৯৯৮৮৭৭ এই নাম্বারে যোযোগের জন্য আহবান করা হয়েছে।