34 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

দোহারে গ্রীন লিভস্ ইসলামীক ইনস্টিটিউট এর বার্ষিক শিক্ষা মেলা অনুষ্ঠিত (ভিডিওসহ)

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় গ্রীন লিভস্ ইসলামীক ইনস্টিটিউট এর অনাড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে বার্ষিক শিক্ষা মেলা-২০২৫ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, পিঠা উৎসব, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ও বুধবার (১১ ও ১২ ফেব্রুয়ারী) সকাল থেকে বিকেল পর্যন্ত দুই দিন ব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গ্রীন লিভস্ ইসলামীক ইনস্টিটিউট এর বার্ষিক শিক্ষা মেলার প্রথম ধাপে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকাল থেকে ইকরাশী নবীন সংঘের মাঠে বিভিন্ন খেলায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে প্রতিযোগিতা করেন। এ সময় খেলায় আমন্ত্রীত অতিথি, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকসহ দর্শকদের আনন্দ উল্লাসে ভরে উঠে মাঠের কানায় কানায় এবং দ্বিতীয় ধাপে বুধবার (১২ ফেব্রুয়ারী) সকাল থেকেই নানা আয়োজনের মধ্যে দিয়ে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজ্ঞান মেলায় অংশ গ্রহণ করে এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা বিদ্যালয়ে ভেতরে বিভিন্ন স্টল দিয়ে মুখরোচক সব পিঠা তৈরি করে অংশ গ্রহণ করেন পিঠা উৎসব মেলায়। এ সময় পিঠা স্টল গুলোতে পিঠা খেতে আসা অনেক লোকের সমাগম ঘটে। এতে আনন্দিত হন অভিভাবকসহ সকলে।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরাফাত হোসেন বলেন, আপনাদের সহযোগিতায় ও আমাদের প্রচেস্টায় আল্লাহর রহমতে আমাদের গ্রীণ লিভস্ ইসলামীক ইনস্টিটিউট প্রতিষ্ঠানটি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা যদি সব সময় আমাদের পাশে থেকে সহযোগিতা করেন তাহলে আমাদের এই বিদ্যালয়টি একদিন দোহারের মডেল বিদ্যালয় হিসেবে সকলের কাছে গণ্য হবে।

তিনি অভিভাবকদের উদ্দেশে আরও বলেন, আপনারা দেখবেন এই প্রতিষ্ঠানের শিক্ষার মান কেমন। আপনাদের ছেলে মেয়েরা সঠিক ভাবে সঠিক শিক্ষা পাচ্ছে কিনা। আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে শিক্ষার্থীদের সঠিক শিক্ষায় তাদের জীবনকে আলোকিত করা।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দোহার কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি একলাল উদ্দিন আহমেদ, নয়ানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ পারভেজ হোসেন, সমাজ সেবক মতিউর রহমান, আব্দুস সালাম দেওয়ান, স্থানীয় সাংবাদিক ও অভিভাবক মোঃ সুজন খান, ইকরাশী নবীন সংঘের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, অভিভাবক সিদ্দিক মাহমুদ, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য সাইফুল ইসলামসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।

পরে অনুষ্ঠান শেষে বিজয়ী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথিরা।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!