নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহারের সুন্দরীপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে “সুন্দরীপাড়া ব্যাডমিন্টন টুর্নামেন্ট সিজন-৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারী) রাত ৯টার দিকে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় খেলায় শিলাকোঠার দোহারী এন্টারপ্রাইজ ২-০ সেটে নয়াবাড়ীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় কুসুমহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান চুন্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিউ এয়া ম্যানুফ্যাকচারিং লিমিটেড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ইঞ্জিনিয়ার এম এ খান সোহেল ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী শরীফ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক মোঃ জিল্লুর রহমান, এ্যাড. আতিকুর রহমান সোহান, ছাত্রনেতা রাশেদ মিঞা, ইঞ্জিনিয়ার আওলাদ হোসেন, দেলোয়ার হোসেন, তানভীর নিশু, নজরুল ইসলাম, সিরাজ শরীফ, সাজ্জাদ শরীফ, মিলন চিশতী, গোলাম কিবরিয়া, চঞ্চল খান, মমরেজ হোসেন বেপারী, শহীদ মোল্লা ও শহিদুল ইসলামসহ আরও অনেকে।
পরে খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন খেলায় আমন্ত্রিত অতিথিরা।