রিপন মোল্লা :
ঢাকার দোহার উপজেলার শিলাকোঠা ভেটারান্স স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারী) শিলাকোঠা বাংলা বাজার মুন্সী বাড়ি সংলগ্ন এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভেটারান্স স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির মোয়াজ্জেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোঠাবাড়ি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মুন্সী মহসিন উদ্দিন আহমেদ দিপু ও অনুষ্ঠানটির উদ্বোধক ছিলেন অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ আরিফুর রহমান।
ভেটারান্স স্কুলের প্রিন্সিপাল অ্যাভোকেট সাইফ আলী খান এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কোঠাবাড়ি কলেজের অধ্যক্ষ রবীন্দ্রনাথ মন্ডল, শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ূব আলী, সুন্দরীপাড়া রূপালী যুব সংঘের সভাপতি হুমায়ূন কবির মোল্লা, ভেটারান্স স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ নাসির উদ্দিন অপু, কামরুল ইসলাম সবুজ, আবুল খায়ের রুবেল, প্লাবন পলাশ খান, তালুকদার মোঃ রিপন, শেখ মোহাম্মদ নাজমুল ও কাজী আক্কাসসহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে বিজয়ী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা।