নিজস্ব প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জে পিড়ির আঘাতে স্বামী আব্দুস সালাম (৫০) কে হত্যার অভিযোগে স্ত্রী সানজিদা আক্তার জোৎসা ও শাশুড়ি রওশনারাকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার গালিমপুর মিয়াহাটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
নিহত আব্দুস সালাম দোহার উপজেলার কাটাখালী এলাকার নিয়ামত সুকানির ছেলে। তিনি শশুর বাড়িতে থেকে ব্যাটারী চালিত অটোরিক্সা চালাতেন বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে খাবার খেতে বাড়িতে আসেন নিহত আব্দুস সালাম। এ সময় স্ত্রী তার একমাত্র ছেলে আরাফাতকে নিয়ে স্কুল থেকে বাড়িতে আসেন। পরে খাবার খাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতন্ডা ঘটনা ঘটে। বাকবিতন্ডতার এক পর্যায়ে স্ত্রী কাঠের পিড়ি দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন। এ ঘটনার পর আহতাবস্থায় স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনার খবর পেয়ে ওই দিন বিকালেই গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক ফয়সাল হাসান থানা হেফাজতে নিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছেন বলে জানা যায়।
এ বিষয়ে ঢাকা জেলা দোহার সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম বলেন, প্রাথমিক ভাবে এটাকে হত্যাকান্ড বলে ধরণা করা হচ্ছে। আগামীকাল সোমবার লাশ ময়নাতদন্তে পাঠানো হবে। পোষ্টমর্টেম রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।
তবে এ ঘটনায় আব্দুস সালামের শিশু সন্তান আরাফাত জানান, বাড়িতে তর্ক-বির্তক হয়েছিল ঠিক। তবে আমার মা আমার আব্বুর মাথায় আঘাত করেননি। তর্ক-বির্তকের পর আমার আব্বু বাড়ি থেকে বের হয়ে যায়। পরে কাছেই রাস্তার পাশে পড়ে গেলে স্থানীয়রা তার মাথায় পানি ঢালে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আব্বু মারা গেছেন বলে জানান।