সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় ঐতিহ্যেবাহী গরুর রশি ছেঁড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) বিকেলে উপজেলার সুন্দরীপাড়া নুরুল্লাপুর মেলার মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় দোহারের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বর্ণের লাল, সাদা ও কালো রংঙের বাহারী সব গরু নিয়ে প্রতিযোগিরা এ গরুর রশি ছেঁড়ায় দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। আর এ গরুর রশি ছেঁড়া দৌড় প্রতিযোগিতা দেখতে উৎসুক জনতা দোহার, নবাবগঞ্জ ও কেরাণীগঞ্জসহ ফরিদপুরের বিভিন্ন এলাকার দূর-দূরান্তে থেকে এসে মাঠের কানায় কানায় ভরে মেতে উঠেন আনন্দ উল্লাসে। সুন্দরী পাড়া রুপালী যুব সংঘের আয়োজনে এ গরুর রশি ছেঁড়া দৌড় প্রতিযোগিতাটি আয়োজন করা হয়।
এ সময় আয়োজকরা বলেন, প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে এ গরুর রশি ছেঁড়া দৌড় প্রতিযোগিতাটি আয়োজন করে থাকি। প্রতি বছরের ন্যায় এবারও আমরা মাঘ মাসের মাঝামাঝিতে গ্রাম বাংলার ঐতিহ্য হিসেবে এ গরু রশি ছেঁড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছি। আশা করি প্রতি বছরই এমন প্রতিযোগিতার আয়োজন করা হবে।
এ সময় গরুর রশি ছেঁড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওয়াহিদুর রহমান বানী, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লা, যুবদল নেতা মোঃ সুজন মিয়া, মোঃ শাহাবুদ্দিন চিশতী হিরু ফকির, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান কাজী, সুন্দরীপাড়া রুপালী যুব সংঘের সভাপতি মোঃ হুমায়ন কবির মোল্লা, সাধারণ সম্পাদক সাইফ আলী খান, ওয়াজেদ আলী খানসহ সুন্দরীপাড়া রুপালী যুব সংঘের সকল কার্যকরী সদস্য।