দানিচ খান জুয়েল, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সিনিয়র প্রতিনিধি ঃ
সৌদি থেকে ছুটিতে যেতে ও ছুটি শেষে সৌদি ফেরত আসতে পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে তিন মাসের থাকতে হবে বলে জানিয়েছে সৌদি মানবসম্পদ মন্ত্রানালয়।
(১৯ জুন) রবিবার রাতে মন্ত্রানালয় থেকে প্রকাশিত এ সংক্রান্ত বিষয়ে খবর প্রকাশ করেছে সৌদি গেজেট।
সৌদি গেজেট থেকে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, এখন থেকে পাসপোর্ট এর মেয়াদ শেষ হওয়ার তিন মাস পূর্বেই পাসপোর্টধারী যাত্রীকে ছুটিতে যেতে ও ছুটি শেষে সৌদিতে ফেরত আসতে হবে।
এ ছাড়া একবার যাতায়াত (সিঙ্গেল এন্ট্রি) এর ছুটির মেয়াদ শেষ হলেও যদি কেউ ছুটি বাড়াতে চায় কোম্পানির বা কফিল ( মালিক) কের অনুমতি সাপেক্ষে সৌদি মানবসম্পদ বিভাগে প্রতি মাসের জন্য ১০০ রিয়াল জমা দিতে হবে। ডাবল এন্ট্রি এর খেত্রে অতিরিক্ত ফির পরিমাণ হবে মাসিক ২০০ রিয়াল।