সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় রাস্তা বন্ধ করে গাইড ওয়াল নির্মাণ করে এলাকার লোকজনের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় স্থানীয় শাহাবুদ্দিন চিশ্তি হিরু নামের এক ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (৩১ জানুয়ারী) বাদ জুম্বা উপজেলার সুন্দারীপাড়া এলাকায় এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে স্থানীয় মোঃ মানু ভূঁইয়া অভিযোগ করে বলেন, আমরা সকলে কয়েক যুগ ধরে এই রাস্তাটি দিয়ে চলাচল করলেও কিছুদিন আগে গাইড ওয়াল নির্মাণ করে রাস্তার অধিকাংশ জায়গা বন্ধ করে দেন জমির মালিক শাহাবুদ্দিন চিশ্তি হিরু গংরা। এতে চরম দুর্ভোগে পরেছে এই এলাকার প্রায় ২শতাধিত পরিবারের শিশুসহ নারী পুরুষ।
মানববন্ধনে মোকলেস মোল্লা বলেন, এ রাস্তাটি বন্ধ করায় আমরা এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছি। কেউ অসুস্থ্য হলে এই রাস্তাটি দিয়ে ছোট-বড় কোন গাড়ি বা এ্যাম্বোলেন্স নেওয়া যাচ্ছে না। এতে চরমভাবে অসুভিধার মধ্যে পড়েছি আমরা। আমরা চাই দ্রæত এ রাস্তা থেকে গাইড ওয়াল ভেঙ্গে দিয়ে এলাকাবাসীর চলাচলের উপযোগি করা হোক।
স্থানীয় শাহাদাত মোল্লা বলেন, রাস্তা আটকে দেওয়ার ফলে কোন মানুষ মারা গেলে তার লাশটি যে আমরা বের করবো তার কোন দায়দা নেই। কাউতে হাসপাতালে নিতে হলে কোন অটো গাড়ি নিতে পারছি না। এটাই আমাদের একমাত্র রাস্তা। আমরা চলাচলে খুবই অসুভিার মধ্যে আছি। আমরা আমাদের রাস্তাটিকে ফিরে পেতে চাই।
স্থানীয় মন্টু মোল্লা বলেন, রাস্তাটি বন্ধ করায় এলাকাবাসীর চলাচলে দারুণভাবে ব্যাঘাত ঘটেছে। এতে এলাকাবাসীসহ সকলে অনেক খোব প্রকাশ করছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেন রাস্তাটি দ্রæত খুলে দিয়ে চলাচলের স্বাভাবিক করা হয়।
অভিযুক্ত শাহাবুদ্দিন চিশ্তি হিরু জানান, আমি আমার ব্যক্তিগত জায়গায় গাইড ওয়াল নির্মাণ করেছি। বরং আমি রাস্তার জন্য ৪ ফিট জায়গা ছেড়ে দিয়ে ওয়াল নির্মাণ করেছি। এখন পাশের জমি যার তিনি ৪ ফিট জায়গা ছেড়ে দিলেই তো ৮ ফিট রাস্তা হয়ে যায়। রাস্তার জন্য সম্পূর্ণ জায়গা আমাকে একা দিতে হবে এটা কোন আইনের কথা নয়।