নিজস্ব প্রতিবেদক:
ঢাকার দোহার উপজেলার কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারী) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক-ই আজম এর সভাপতিত্বে অনুষ্ঠনে উপস্থিত ছিলেন, কুসুমহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান চুন্নু, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য মজনু আকন্দ, আব্দুল হক, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিডিআর মোঃ স্বপন, প্রাক্তন ছাত্র ও সমাজ সেবক মোঃ সিরাজুল ইসলাম রকেট, কুসুমহাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবুল শেখ, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়র রেজাউল করিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ূন মুন্সি, মাহমুদপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ জুবাইদুল ইসলাম।
এছাড়াও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুস সোবহান ও সহকারী শিক্ষক পলাশ শিকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সমাজসেবক মোজাম্মেল হক শিকদার, কুসুমহাটি ইউনিয়ন যুবদল নেতা মোঃ রমজান বেপারী, কুসুমহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার শিকদার, মানবাধিকার কর্মী মেহবুব হাসান কুতুব কবিরাজ, দোহার উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ নিশু, শিক্ষানুরাগী মোস্তাক মিয়া শাহা, মোঃ সিহাব হোসেন, মোঃ সাহেদ হোসেন, মোঃ রিয়াজুল হোসেনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিজয়ী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা।