নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় দোহার পৌরসভা থেকে ৭ ও ৮ নং ওয়ার্ড বাতিলের দাবীতে মানববন্ধন করেছে এই দুই ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (২৮ জানুয়ারী) দুপুরে উপজেলার কালেমা চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
এ সময় মানববন্ধনটি কালেমা চত্তর থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে বিভিন্ন স্লোগান দেন পৌরবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, নির্বাচনের আগে ৭ ও ৮ নং ওয়ার্ডকে পৌরসভার অর্ন্তভূক্ত করা হয়। কিন্তু পৌরসভার কোন সুযোগ-সুভিধা পায়নি পৌরবাসী।
বক্তারা আরও বলেন, অনৈতিকভাবে বিভিন্ন কর বৃদ্ধি করে জনগণের বারতি উপর বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এ সময় মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম এর বরাবরে একটি লিখিত স্মারক লিপি জমা দেন মানববন্ধনকারীরা।