সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারী) বিকেলে উপজেলার রাইপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মিয়া বাড়ি মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুকুল তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, প্রধান বক্তা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূঁইয়া, সহ-সভাপতি তৈাহিদুর রহমান, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সরকার, দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহেল রানা, রাইপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজমীর হোসেন, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ রমজান খান, রাইপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আছাদুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর শিকদার, রাইপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক বাবু হাওলাদার, শেখ নাসির, রাইপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল শিকদার, যুগ্ন আহবায়ক মোঃ লিটন, সাবেক যুগ্ন আহবায়ক মোঃ সোহাগ খান, রাইপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাশেম মাদবর, বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম, যুবদল নেতা কাজী মাহবুব, মোঃ ফরহাদ হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেছেন বিএনপি নেতা মোঃ মাসুদ, মোঃ মোতাহার, মোঃ জাকির, আব্দুর রহিম, আব্দুল করিম ও নূরু শিকদারসহ আরও অনেকে।