সুজন খান :
‘আমাদের পীর-দরবেশ সালমান এফ রহমানের মতো দরবেশ বাবারা পুরো দেশটাকে লুটেপুটে খেয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার দোহারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে জুলাই বিল্পবের শহীদদের জন্য দোয়া ও আহতদের জন্য সুস্থতা কামনা এবং শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম এ কথা বলেছেন।
জাতীয় নাগরিক কমিটির সম্পাদক (লজিস্টিকস) মো. রাসেল আহমেদ সভাপতিত্বে সারজিস আলম বলেন, ‘ক্ষমতা ও লুটপাটের সুবিধার জন্য দুই উপজেলাকে একত্রিত করে একটি আসন করেছিল এই দরবেশ বাবা। ঢাকা থেকে ৩০০ কিলোমিটার দূরে যেখানে গ্যাস আছে কিন্তু ঢাকার কাছে তার নিজের এলাকায় গ্যাস দেয়নি। কারণ নিজের বাণিজ্য নষ্ট হবে বলে। নদীর বাঁধের টাকা লুটপাট, বালু ব্যবসা, জমি দখল, সিন্ডিকেট বাণিজ্য এমনকি শ্রমজীবী মানুষের পকেট কেটেছে এই দরবেশ ও তার উত্তরসূরিরা।
তিনি আরো বলেন, ‘শুধু দোহার-নবাবগঞ্জ নয়, পুরো দেশটাকে লুটপাট করে খেয়েছে তারা। এই দরবেশ বাবা শুধু একটি ব্যাংক থেকে ৩০ হাজার কোটি টাকা লুটপাট করেছে। এই টাকা যদি রাষ্ট্রের হয়, তাহলে এই টাকা জনগণের। এই টাকা আমার ও আপনার।
‘জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলেন, ‘এই দরবেশরা মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে, গায়ে পাঞ্জাবি পরে আমাদের ইসলামের মূল্যবোধকে ব্যবহার করে মানুষের রক্তকে শোষণ করেছে। এই দরবেশের সহযোগীরা বিভিন্ন প্রতিষ্ঠান, প্রতিটা জায়গায় চাঁদাবাজি, বালু উত্তোলন ও ভূমি দখল করেছিল। তারা সবই করেছে ক্ষমতা আর লুটপাটকে কুক্ষিগত করে রাখার জন্য।’
অনুষ্ঠানে জাতীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল, নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক মো. নিজাম উদ্দিন, নারীবিষয়ক সম্পাদক সাদিয়া ফারজানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিবুল ইসলাম, ঢাকা জেলা নাগরিক কমিটির লজিস্টিক সেল সম্পাদক রাসেল আহমেদ, ঢাকা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লজিস্টিক সেল সদস্য আদনান মাহমুদ, স্থানীয় নাগরিক কমিটির নেতা সালাহ উদ্দিন, রিফাত হোসেন, ছাত্র আন্দোলনের শাকিল আহমেদ, সুরভী আক্তার, মিস রুমি, মো. মোস্তফা আহমেদ, আরাফ হোসেন, ঢাকা জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব নাসির উদ্দিন পল্লব প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্য মোঃ বিল্লাল হোসেন ও আদর ইসলাম আকাশ
এর আগে ঢাকার নবাবগঞ্জে ও কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে জুলাই বিল্পবের শহীদদের জন্য দোয়া ও আহতদের জন্য সুস্থতা কামনা এবং শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন সারজিস আলম।