নিজস্ব প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জে জি.কে.ডি ফ্রেন্ডস ক্লাব আয়োজিত টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারী) সকাল ১১ টার দিকে এ খেলার শুভ উদ্বোধন করেন জি.কে.ডি ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন।
খেলায় রাজপাড়া কে.টি.এম এলিভেন টসে জয়লাভ করে বারোয়াখালী যুব সংঘকে ব্যাট করার আমন্ত্রণ জানান। বারোয়াখালী যুব সংঘ প্রথমে ব্যাট করে ১৪ ওভারে শেষে সব কয়টি উইকেট হারিয়ে ৭৯ রান করতে সক্ষম হয়। পরে এর জবাবে রাজপাড়া কে.টি.এম এলিভেন ৮ ওভারে ৮০ রান করে বিজয়ের লক্ষ্যে পৌঁছে যান। খেলায় ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রাজপাড়া কে.টি.এম এলিভেনের খেলোয়াড় মোঃ নাবিল।
এ সময় খেলায় উপস্থিত ছিলেন জি.কে.ডি ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ভ‚ঁইয়া তাপস, জি.কে.ডি ফ্রেন্ডস ক্লাবের কোষাধ্যক্ষ আশরাফ আহমেদ, চুড়াইন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটন, ঢাকা জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম ইমরান হোসেন ও নবাবগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দল নেতা ভিপি মাসুদসহ আরও অনেকে।