মোঃ শওকত হোসেন :
ঢাকার দোহার উপজেলায় নিলাম ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসর “দোহার-নবাবগঞ্জ প্রিমিয়ার লীগ-২০২৫”(সিজন-৩) এর প্লেয়ার ড্রাফ্ট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারী) বিকেলে উপজেলার আউলিয়াবাদ চির সবুজ সংঘ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চির সবুজ সংঘের আয়োজনে এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তি ক্লিনিকের সকল শাখার ফাইন্যান্স এন্ড প্লানিং ডিরেক্টর ফয়েজ আল-মামুন।
অনুষ্ঠানে চির সবুজ সংঘ এর সভাপতি হাজী দেওয়ান আব্দুল ওয়াসেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অফ অর্নার হিসেবে উপস্থিত ছিলেন চির সবুজ সংঙ্গের সাবেক সভাপতি বদিউজ্জামান শিপন ও মুক্তি ক্লিনিকের সকল শাখার এডমিন ডিক্টের মোঃ মাহমুদুল হাসান তুষার এবং বিশেষ অতিথি বাহ্রা ইউনিয়র বিএনপির সহ-সভাপতি মোঃ ওয়াদুদ মোল্লা ও আয়কর আইনজিবী মোঃ আল-মাসুদ।
এছাড়াও চির সবুজ সংঘের সাধারণ সম্পাদক ডিএম সুরুজ ইসলাম এর সঞ্চালনায় আরু উপস্থিত ছিলেন চির সবুজ সংঘ সাবেক ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, সহ-সভাপতি মোঃ জুবায়ের হোসেন রুবেল ও ক্রীড়া সম্পাদক মোঃ আরিফুল ইসলামসহ আরও অনেকে।