নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় পুলিশের অভিযানে রজ্জব আলী ওরফে টেনা (৫২) নামের একজনকে দুই’শ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। রবিবার (২৬ জানুয়ারী) তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী উপজেলার রাইপাড়া এলাকার ইসমাইল খার ছেলে বলে জানায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, দোহার থানার বিভিন্ন এলাকায় পুলিশের বিষেশ অভিযান চলাকালে গোপন সূত্রের ভিত্তি মাদক ব্যবসায়ী রজ্জব আলী ওরফে টেনা ২০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং দোহার থানা পুলিশের মাদক বিরুধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।