দানিচ খান জুয়েল, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সিনিয়র প্রতিবেদক :
সৌদি আরবের পূর্বাঞ্চল প্রদেশের দাম্মাম শহরের ফয়সলিয়া এলাকায় ইস্তেরাহা আল আসেমাহয়ে বাংলাদেশ দূতাবাস রিয়াদ কর্তৃক কন্স্যুলার ও কল্যাণ সেবা প্রদান করা হচ্ছে।
এ সেবা আজ ২৪ জানুয়ারী থেকে আগামীকাল ২৫ জানুয়ারী পর্যন্ত সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ সেবা প্রদান করা হবে।
এ সেবার আওতায় থাকছে, ই-পাসপোর্ট সেবা প্রদান, প্রবাসী কর্মীদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন যা ১৩০ রিয়াল, হুরুব প্রাপ্ত কর্মীদের বিনামূল্যে এক্সিট প্রদানের জন্য সুপারিশ পত্র প্রদান, ইকামা এক্সপায়ারড কর্মীদের বিনামূল্যে এক্সিট আবেদন গ্রহণ, পাসপোর্ট নবায়ন আবেদন গ্রহণ যা ৫ বছর মেয়াদের আবেদন ফি ১২৫ রিয়াল, জরুরী ট্রাভেল পারমিট ইস্যু যার ফির পরিমাণ ১০৫ রিয়াল, বিনামূল্যে সোনালি ব্যাংকের একাউন্ট খোলা ও বন্ডে বিনিয়োগসহ অন্যান্য ব্যাংকিং সেবা এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত তথ্যাদি প্রদান করা হচ্ছে।