23 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫

সাভারে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ গ্রেপ্তার-১

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক :
ঢাকার সাভারে পুলিশের অভিযানে এক হাজার পাঁচ বোতল ফেন্সিডিলসহ জুবায়ের হোসেন জুয়েল (৪০) নামের একজনকে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) রাত ৮টার দিকে সাভার মডেল থানাধীন আলমনগর এলাকার সুগন্ধা হাউজিং আতিক এর বাসার ২য় তলা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী বরগুনা জেলার আমতলী উপজেলার আটারগাছিয়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলেন বলে জানায় ডিবি পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান এর নির্দেশনায় ও ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই মোঃ আনোয়ার হোসেনসহ ডিবি পুলিশের একটি চৌকশ দল সাভারের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে সাভার মডেল থানাধীন আলমনগরস্থ সুগন্ধা হাউজিং আতিক সাহেবের বাসার ২য় তলা থেকে এক হাজার পাঁচ বোতল ফেন্সিডিলসহ জুবায়ের হোসেন জুয়েলকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানায়, গ্রেপ্তারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ফেন্সিডিল আমদানী করে ঢাকাসহ আশেপাশের জেলায় বিক্রয় করে আসিতেছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় আসামীর সাথে আরো কারা কারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানা এ কর্মকর্তা।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!