রিপন মোল্লা :
ঢাকার দোহার উপজেলার শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং প্রাক্তন শিক্ষার্থী সংগঠনের নব-নির্বাচিত কমিটির পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) দিনব্যাপী শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল হাশেম বেপারী।
বিদ্যাললের সাবেক সভাপতি হাজী আবুল বাশার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন বেপারী, জয়পাড়া বিশ^ বিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জহিরুল ইসলাম, কুসুমহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান চুন্নু মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মোল্লা, উপজেলা যুবদলের সহ-সভাপতি মোঃ মোশারফ বেপারী, কুসুমহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ নূরু মেম্বার, কুসুমহাটি ইউনিয়ন বিএনপি নেতা মোঃ শহিদ বেপারী, মোঃ আজিজুল হক শিপন বেপারী ও শিক্ষাঅনুরাগী মিজানুর রহমান মাসুদ বেপারী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ূব আলীসহ অন্যান্য।
এছাড়াও অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সংগঠনের মোঃ মোফাজ্জল হোসাইন, মোঃ রুবেল মাসুদ, মোঃ জসীম উদ্দিন, মোঃ রিপন তালুকদার, মোঃ পিয়াস খান, আনিসুর রহমান আল-আমিন, এম এ নাসির উদ্দিন, সোহেল মাহমুদ দেওয়ান, এস বি সাজান বাবুল, শেখ নাজমুল হোসাইন, মোহাম্মদ সবুজ, মোঃ জুলহাস হোসাইন, সবুজ আহমেদ, মোঃ ফারুক হোসাইন, মোঃ জুয়েল খান, মোঃ আরিফুল ইসলাম, মোল্লা মারুফ, মোঃ লাভলু হোসাইন, জেএম জাহিদ মন্ডলসহ আরও অনেকে।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সংগঠনের সৌজন্যে অনুষ্ঠান শেষে বিজয়ী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ে আমন্ত্রিত অতিথিরা।