নিজস্ব প্রতিবেদক :
ঢাকার কেরাণীগঞ্জে ২’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আলী হোসেন (৩৭) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারী) রাত ৯টার দিকে উপজেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন বোরহানীবাগ এলাকার তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী মন্সীগঞ্জ জেলার গজারীয়া উপজেলার ভাটেরচর এলাকার মৃত নুরুল হক এর ছেলে বলে জানায় পুলিশ। সে কেরাণীগঞ্জের বন্দডাক এলাকায় ভাড়া থাকতো।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান এর নির্দেশনায় ও ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনাকালে ২০০ পিছ ইয়াবাসহ আলী হোসেনকে গ্রেপ্তার করে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ও ডিএমপির মুগদা থানায় মোট ৯টি মাদক মামলা রয়েছে। এছাড়াও এ আসামীর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি গ্রেপ্তারী পরোয়ানা মূলতবী রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।