সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জে আনোয়ার হোসেন (৬৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। সোমবার (২০ জানুয়ারী) উপজেলার বক্সনগর এলাকার দিঘীরপাড়ের একটি ডোবা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত আনোয়ার হোসেন উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিশকুল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বক্সনগর এলাকার দিঘীরপাড় কবরস্থানের পাশে লোকজন কাজ করতে গেলে পাশের ডোবায় ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পরে তাক্ষণিক ভাবে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী এসে লাশটিকে দেখে সনাক্ত করা হয়।
প্রত্যক্ষদর্শী আক্কাস আলী বলেন, বেশ কিছু দিন যাবত এই বৃদ্ধাকে মানুসিক ভারসাম্যবস্থায় এই এলাকায় ঘুরাফেরা করতে দেখা গেছে।
ঢাকা জেলা দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম জানান, প্রাথমিক ভাবে লাশটির সুরতাহাল শেষে লাশের গায়ে সন্দেহজনক কোন চিহ্ন দেখা যায়নি। তবে কি কারণে মৃত্যু হয়েছে তার কারণ এখনও জানা যায়নি। যদি নিহতের পরিবারের কোন অভিযোগ থাকে তাহলে বিষয়টি খতিয়ে দেখা হবে।