নিজস্ব প্রতিনিধ:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কুয়েত প্রবাসী মেয়ের জামাইকে আনতে গিয়ে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে আবুল কাসেম (৬২), গাড়ি চালক মনির খান বিল্লাল (৫৫) ও ফারহানা (৮) নামে ৩ জন নিহত হয়েছেন।
রোববার ভোর ৪টার দিকে নবাবগঞ্জের বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রবাসী লাভলু ও তারস্ত্রীসহ আহত হয়েছেন আরো ২ জন । নিহত আবুল কাসেম দোহার উপজেলার রাইপাড়া এলাকার কালু মেম্বারের বড় ছেলে ও রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। প্রাইভেটকার চালক বিল্লাল একই এলাকার মনুরুদ্দিনের ছেলে ও ফারহানা উপজেলার ধোয়াইর এলাকার ফেরদৌসের মেয়ে বলে জানা গেছে।
প্রত্যক্ষ দর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার দোহার উপজেলার রাইপাড়া গ্রামের আবুল কাসেম রাত আনুমানিক ২টার দিকে গাড়ি নিয়ে মেয়ে রেখা, তার বড় মেয়ের ঘরের নাতনি ফারহানাকে নিয়ে মেয়ের জামাই কুয়েত প্রবাসী লাভলুকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনতে যান। ভোর ৪টার দিকে বিমান বন্দর থেকে বাড়ি ফেরার পথে নবাবগঞ্জ উপজেলার বাগমারা এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলের মারা যায় আবুল কাসেম ও তার নাতি ফারহানা। এ সময় স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় গাড়ি চালক বিল্লালকে ঢাকা মেডিক্যাল কলেজে নেয়া হলেও সকালের দিকে মারা যান বিল্লাল।
এ ঘটনায় আহত প্রবাসী লাভলু ও তার স্ত্রী রেখাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ওসি শেখ সিরাজুল ইসলাম ও ঘটনাস্থল পরিদর্শণ করেন।