34 C
Dhaka
সোমবার, এপ্রিল ১৪, ২০২৫

দোহারে সড়ক দূর্ঘটনায় চিকিৎসাধীন শিক্ষার্থী নিহত

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহারে সড়ক দূর্ঘটনায় আহত শিক্ষার্থী হৃদয় মৃধা (১৭) চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হৃদয় মৃধা উপজেলার পদ্মা সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের ১ম বর্ষের ছাত্র ছিল। সে নারিশা খালপাড় গ্রামের মো. জালাল মৃধার ছেলে। আহত অন্য শিক্ষার্থী হলেন হৃদয়ের সহপাঠী মো. সুলতান।

স্থানীয় সূত্র জানায়, গত সোমবার বেলা ১২টায় দুই শিক্ষাথী মটর সাইকেলে যাচ্ছিলেন। পথে উপজেলার নারিশা ডাক বাংলো এলাকায় ঢাকা মেট্রো ড-১১৯১৮১ নম্বরের একটি বালুবাহী ট্রাক ও ঢাকা মেট্রো ন-১৮৩৪৭৩ নম্বরের একটি পিকআপের সাথে ত্রি-মূখী সংঘর্ষ হয়। এতে দুই শিক্ষাথী মারাত্মকভাবে আহত হয়।

স্থানীয় তাদের মুকসুদপুর ফুলতলা আব্দুর রাজ্জাক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে হৃদয় মৃত্যুবরণ করেন।

এদিকে নিহতের পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকাবাসী এ দূর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান। এর জন্য তারা এএসপি দোহার সার্কেল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্বারকলিপি দিয়েছেন।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। থানায় মামলা হয়েছে। মামলার তদন্তে পুলিশ সর্বোচ্চ সহযোগীতা করবে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!