29 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫

দোহার ও নবাবগঞ্জ আসনকে পুনর্বিন্যাসের দাবিতে লিফলেট বিতরণ

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা-১ সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে জনসচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করেছে সংসদীয় আসন পুনরুদ্ধার কমিটি। শুক্রবার (১০ জানুয়ারী) দুপুরে এ লিফলেট বিতরণ করা হয়।

বর্তমানে দোহার ও নবাবগঞ্জ দুটি উপজেলা নিয়ে গঠিত ঢাকা-১ আসনকে ভাগ করে শুধুমাত্র দোহার উপজেলাকে নিয়ে ঢাকা-১ আসন ও নবাবগঞ্জ উপজেলাকে ঢাকা-২ আসন ঘোষণার দাবিতে এ কার্যক্রম পরিচালনা করেন কমিটির সদস্যরা।

এ সময় দোহার উপজেলার জয়পাড়া বাজারে লিফলেট বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

আসন পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক সাংবাদিক মো. হুমায়ন কবির ও সদস্য সচিব মো. রাসেল বলেন, ২০০৮ সালের পূর্বে দুই উপজেলা নিয়ে দুটি আসন ছিল। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে ততকালীন নির্বাচন কমিশন ২০০৮ সালে ১৫৪টি সংসদীয় আসন কাঁটাছেড়া করেন। তখন অযৌক্তিকভাবে দুই উপজেলাকে একত্রিত করে একটি আসন করে ঢাকা-১ আসন ঘোষণা করা হয়। যা এই দুই উপজেলাবাসীর দীর্ঘ মেয়াদী উন্নয়ন কার্যক্রমে বড় বাধার সৃষ্টি করেছে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!